Jump to content
IslamicTeachings.org

তিনটি প্রশ্ন-উত্তর (সত্য ঘটনা)


MUSLIM WOMAN

Recommended Posts

:assalam:

 

 

 

 

তিনটি প্রশ্ন-উত্তর (সত্য ঘটনা)

 

 

 

অনুবাদ: কাজী শফিকুল আযম

 

 

অনেক আগে এক ব্যক্তি ইসলামের শত্রু হিসেবে পরিচিত ছিল। তার তিনটি প্রশ্নের উত্তর তৎকালীন বাগদাদের মুসলিম পন্ডিতগণ দিতে পারে নি। তাই সে ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে নানা কটুক্তি ও ব্যঙ্গবিদ্রুপ করে বেড়াতো।

 

এক দিন দশ বছরের এক বালক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল যে, সেই লোক চিৎকার করে মুসলিমদের প্রতি ব্যঙ্গবিদ্রুপ করছে এবং তার তিনটি প্রশ্নের জবাব দিতে চ্যালেঞ্জ করছে।

বালকটি শান্তভাবে এই দৃশ্য দেখতে লাগলো। সে সিদ্ধান্ত নিল চ্যালেঞ্জ গ্রহণ করার।

 

বালকটি লোকটির কাছে এগিয়ে গিয়ে বললো যে,‍ আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। লোকটি ব্যঙ্গাত্মক হাসি হেসে বললো, দশ বছরের বালক আমার প্রশ্নের উত্তর দিবে, যেখানে জ্ঞানীরা কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারে না?

 

বালক শান্তভাবে তার অবস্থানে অটল থাকলো। আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস নিয়ে সে বিষয়টির একটি শেষ দেখতে চাইলো। অবশেষে লোকটি রাজী হলো।

 

শহরের সকল লোক একটি পাহাড়ের পাদদেশে সমবেত হলো। এখানে সাধারনত: জনসমাবেশ হয়ে থাকে। লোকটি পাহাড়ের উপর উঠে জোরে জোরে তার প্রথম প্রশ্ন করলো: তোমার আল্লাহর আগে কী ছিল?

 

বালক চিন্তা করতে লাগলো। তারপর বললো, উল্টো দিক দিয়ে গণনা শুরু করুন। লোকটি গুনতে শুরু করলো- ১০ ,৯,৮,৭,৬,৫,৪,৩,২,১,০।

বালক জানতে চাইলো, ০ এর আগে কী? লোকটি বললো, আমি জানি না, মনে হয় কিছু না।

 

 

 

বালক বললো, ঠিক তাই। আল্লাহর আগেও কিছুই ছিল না, তিনি চিরন্তন।

 

সমবেত জনতা আল্লাহু আকবর বলে উল্লাস প্রকাশ করলো।

 

 

লোকটি লজ্জিত হলেও জোরের সাথে দ্বিতীয় প্রশ্নটি করলো- তোমার আল্লাহ কোনদিকে মুখ করে আছে?

 

 

 

বালক কিছুক্ষণ চিন্তা করে একটি মোমবাতি চাইলো। মোমবাতি নিয়ে আসা হলে বালকটি বললো, মোমবাতি জ্বালান। লোকটি মোম জ্বেলে

বালককে বললো, এতে কি প্রমাণ হচ্ছে?

 

 

বালক বললো, মোমবাতির আলো কোনদিকে যাচ্ছে? লোকটি বললো, আলো সবদিকেই যাচ্ছে। বালক বললো, আপনি নিজেই তো আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহর নূর সবদিকেই যায়। এমন কোন জায়গা নেই, যেখানে আল্লাহ যেতে পারেন না বা উপস্থিত থাকেন না, আল্লাহ সব জানেন, সব দেখেন।

 

 

সমবেত জনতা আল্লাহু আকবর ধ্বনি দিয়ে আনন্দ প্রকাশ করতে লাগলো।

 

লোকটি হতাশ হয়ে তৃতীয় ও শেষ প্রশ্নটি করলো: তোমার আল্লাহ এই মুহুর্তে কি করছে?

বালকটি কিছু সময় চিন্তা করে বললো যে, আপনি নীচে নেমে আসুন। আমি পাহাড়ের উপরে উঠে জবাব দেব। লোকটি বললো, কি তুমি চাও যে আমি নেমে আসবো? বালকটি বললো যে, হাঁ! আমি উপরে উঠে এই প্রশ্নের উত্তর দেব বুঝেছেন? এই কথায় লোকটি নেমে আসলো ও বালকটি উপরে উঠলো।

 

 

 

তারপর দৃপ্ত কন্ঠে সে বললো, হে সর্বশক্তিমান আল্লাহ! এই সব লোকদের সামনে আপনিই আমার সাক্ষী। আপনি এই মুহুর্তে ইচ্ছা করেছেন যে, একজন কাফেরকে তার অবস্থান থেকে নীচে নামিয়ে একজন মুসলমানকে উপরে তুলবেন ও আপনি তাই করেছেন।

সমবেত জনতা চিৎকার করে আল্লাহু আকবর বলে উল্লাস প্রকাশ করলো।

 

 

বালকটির জ্ঞান ও আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে অমুসলিম লোকটি ইসলাম গ্রহণ করলো ও বালকটির শিষ্যত্ব গ্রহণ করলো।

 

 

 

এই বালক কে? ইনি হলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ইমাম আবু হানিফা (রহমাতুল্লাহি আলাইহি)।

 

 

 

-(সংগৃহীত) যোগাযোগ: [email protected]

 

http://www.nirmanmagazine.com/index.php/2011-06-18-11-28-08/233-তিনটি-প্রশ্ন-উত্তর-সত্য-ঘটনা

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...