MUSLIM WOMAN Posted February 21, 2012 Report Share Posted February 21, 2012 Asalamu'alaikum রাসূল صلى الله عليه وسلم এর দাঁড়ি মোবারক প্রদর্শনী : বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে তামাশা গত শনিবার রাতে অনলাইনে দৈনিক সমকালে পড়লাম বায়তুল মুকাররাম মসজিদে জুমার সালাতের পর রাসূল সাল্লাললাহু আলাইহে ওয়াসাল্লামের দাঁড়ি প্রদর্শন করা হয়েছে । খবরটি পড়ে হতবাক হলাম । কবে বাংলাদেশে এই পবিত্র দাঁড়ি আসলো , কখনই বা তার প্রদর্শন হয়ে গেল , ঢাকায় থেকে তার কিছুই জানলাম না , এ কিভাবে সম্ভব ? পুরো খবরটি পড়ে জানলাম , যে সব মুসল্লী সেদিন জুমার সালাত পরেছেন , তাদের অনেকেও এই প্রদর্শনীর খবর জানতে পারেন নি । পরে বাসায় এসে ফোনে খবর পেয়ে আবারো মসজিদে গিয়ে দেখেন প্রদর্শনী শেষ । এই হচ্ছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কর্মতৎপরতার নমুনা । তুরস্ক দূতাবাসের সৌজন্যে এ ধরণের আয়োজন বাংলাদেশে প্রথম - এতে অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন ধন্যবাদ পাওয়ার যোগ্য । কিন্ত্ত তারা এই প্রদর্শনীর ব্যবস্থাপনায় চরম অদক্ষতা ও অবহেলার পরিচয় দিয়েছেন - এক কথায় বলা যায় মুসলমানদের সাথে তামাশা করেছেন । গতকাল ২০ শে ফেব্রয়ারি দৈনিক যুগান্তর পড়ে জানলাম আজ মসজিদে দাঁড়ি মোবারক আবারো দেখানো হবে । খুবই আগ্রহ নিয়ে তা দেখতে গেলাম । যদিও গণমাধ্যমে এই খবরটি তেমনভাবে আসে নি , মুখে মুখে তা ছড়িয়ে পড়াতে ধর্মপ্রাণ নারী – পুরুষের প্রচন্ড ভীড় লক্ষ্য করলাম । এক ঘন্টার বেশী লাইনে অপেক্ষা করে যখন স্টেজের সামনে আসলাম , তখন কয়েক সেকেন্ডের বেশী থাকতে পারলাম না । ছোট্ট একটি কাচের পাত্র বেশ কিছুটা দূরে রেখে বলা হলো এর ভিতরে আছে সেই পবিত্র দাঁড়ি । সামনে একটি ম্যাগনিফাই গ্লাস রাখা ছিল কিন্ত্ত তার সাহায্যে দাঁড়ি দেখার মত কোন অবস্থা ছিল না । স্টেজে যারা ছিলেন , তাদের কেউ কেউ বিকট চিৎকার দিচ্ছিলেন - চলে যান , এখান থেকে চলে যান , অন্যকে দেখার সুযোগ দিন । তাই বাধ্য হয়েই সরে আসতে হলো বুক ভরা হতাশা নিয়ে । এত কাছে এসেও রাসূল صلى الله عليه وسلم এর দাঁড়ি দেখতে পারলাম না । আজকাল আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে সব জায়গায় । যে কোন বিয়ে বাড়িতে গেলে বর – বউকে দেখতে স্টেজ পর্যন্ত যেতে হয় না । বিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় বড় বড় স্ত্রিন লাগানো থাকে , সেখানে অতিথিরা দূর থেকে দেখেন নব-দম্পতিকে । অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মাঠে না গিয়েও বিভিন্ন খেলা বাসায় বসে দর্শকরা দেখেন । তাই মনে প্রশ্ন জাগলো , এত বড় একটা প্রদর্শনীতে কেন আধুনিক প্রযুক্তির সাহায্য নেয়া হলো না ? বড় বড় স্ক্রীন বিভিন্ন জায়গায় লাগিয়ে রাসূল صلى الله عليه وسلم এর দাঁড়ি ভালভাবে দেখার সুযোগ কি মানুষকে দেয়া যেত না ? তাছাড়া , এরকম দূর্লভ প্রদর্শনী শুধু মসজিদভিত্তিক না হয়ে জাদুঘরেও আয়োজন করা উচিত । তাহলে অনেক অমুসলিমও এই প্রদর্শনী দেখতে আসতে পারতেন । কে বলতে পারে , এই প্রদর্শনীতে আসার উসীলায় তারা হয়তো হেদায়েতপ্রাপ্ত হতেন । আশা করি , এখনো সময় আছে । তুরস্ক দূতাবাসকে অনুরোধ করে জাতীয় জাদুঘরে পরিকল্পিতভাবে এই প্রদর্শনী আরো সুন্দরভাবে আয়োজন করার জন্য ধর্ম মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি । প্রদর্শনীর আগে খবরটি ভালভাবে প্রচার করা দরকার ও বিভিন্ন টিভি চ্যানেলে তা সরাসরি দেখানো হোক। Link to comment Share on other sites More sharing options...
MUSLIM WOMAN Posted February 22, 2012 Author Report Share Posted February 22, 2012 Asalamu'alaikum http://www.samakal.com.bd/ Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Create an account or sign in to comment
You need to be a member in order to leave a comment
Create an account
Sign up for a new account in our community. It's easy!
Register a new accountSign in
Already have an account? Sign in here.
Sign In Now