MUSLIM WOMAN Posted January 3, 2012 Report Share Posted January 3, 2012 Asalamu'alaikum মায়ের দাম বাজারে জিনিষপত্রের দাম যেভাবে বাড়ে বা কমে , এই সমাজ -সংসারে মায়েদের দামও তেমনি কখনো কমে , কখনো বা খুব বেড়ে যায় । দাম যখন কমে : একজন ছেলে যখন বিয়ে করে , তখন বলা যেতে পারে কিছুদিন পর্যন্ত মায়ের দাম একই থাকে বা সামান্য কমে । তারপর যখন বউ –শাশুড়ির ঝগড়া শুরু হয় , মায়ের দাম কমতে কমতে একেবারেই শূন্যের বা বিয়োগের খাতায় নেমে আসে । সামান্য অজুহাতে বিশ্রী ভাষায় মায়ের সাথে ঝগড়া করতে অনেক ছেলেরই কোন অসুবিধা হয় না , বিবেকে আটকায় না। মায়ের বিরুদ্ধে ছেলের অভিযোগগুলি শুনলে কখনো হাসি পায় , কখনো স্তম্ভিত হতে হয় । মায়ের ‘ গুরুতর ’ অপরাধগুলি হলো - মা কেন বৌমার অনুমতি ছাড়া কাজের বুয়াকে মিষ্টি খেতে দিল , কোন সাহসে মায়ের বুয়া ‘ ভাবীকে ’ চা আগে না দিয়ে বাসায় বেড়াতে আসা বড় আপার বাচ্চার দুধ গরম করলো , তার শ্বশুরবাড়ি থেকে ড্রাইভার এসেছিল কিন্ত্ত তাকে ঠিকমত নাস্তা দেয়া হয় নি ইত্যাদি ইত্যাদি । যার সামর্থ্য আছে , সে মায়ের ও মায়ের পছন্দে রাখা কাজের বুয়ার এরকম নানা গুরুতর অপরাধে বাড়ি ছেড়ে চলে যায় । মায়ের কান্না তার মনকে স্পর্শ করে না । মায়ের দাম যখন বাড়ে : সেই একই ছেলের কাছে মায়ের দাম কিছুটা বাড়ে যখন বউ কিছুদিন পর সন্তানসম্ভবা হয় । মাঝেমাঝেই বউয়ের অসুস্থ হওয়া ও নিজের বাসায় কাজের লোক না থাকার সমস্যায় ছেলেটি তখন হিমসিম খায় । যে ছেলে মায়ের সংসারে এতদিন অভ্যস্ত ছিল সকালে ঘুম থেকে উঠে খাবার টেবিলে নাস্তা দেখে , তাকে এখন সকালে খালি পেটে এমন কি এক কাপ চা না খেয়ে অফিসে যেতে হয় । প্রথমবারের মত সংসারের ঝামেলা কী জিনিষ বা মায়ের কাছে কতটা আরামে এতদিন ছিল , তা সে কিছুটা বুঝতে পারে । কিছুদিন বাইরের খাবার খেয়ে ত্যক্ত – বিরক্ত হয়ে তাকে তখন ‘ খোঁজখবর ’ নেয়ার অজুহাতে আবার আসতে হয় অবহেলায় ছেড়ে চলে যাওয়া মায়ের কাছে । তারপর সেই ‘খারাপ মা ‘ ও ‘জঘন্য পরিবেশের ’ বাসাতেই মাঝেমাঝেই এসে থাকতেও শুরু করে ছেলেটি , না একা নয় - বউসহ । এরকম নির্লজ্জ আচরণ স্রষ্টার সেরা সৃষ্টি মানুষ কত অনায়াসেই না করছে । আসতাগফিরুল্লাহ । মায়ের দাম উঠা – নামা করে : মায়ের দাম আরো বাড়ে যখন নতুন অতিথি আসে সংসারে আর যদি বউয়ের মা অন্য জেলায় থাকায় বা কোন সমস্যার জন্য মেয়ের কাছে এসে বেশীদিন থাকতে না পারেন । বউয়ের মা কতদিন তাদের কাছে এসে বাচ্চা সামলাতে পারবেন , তার উপর ছেলের কাছে নিজের মায়ের দাম উঠা – নামা করে । মায়ের দাম যখন আকাশচুম্বী : শিশুর মা যদি কর্মজীবি হন ও ছুটি ফুরিয়ে যাওয়ায় অফিসে যোগদানের সময় ঘনিয়ে আসে , তখন ছেলের কাছে মায়ের দাম সর্বোচ্চ পর্যায়ে যায় । তখন যেভাবে হোক মাকে নিজের কাছে নিয়ে আসা চাই –ই চাই । রাগ করে , জেদ ধরে , অনুরোধ করে হোক - অল্প কয়েকদিনের কথা বলে বাচ্চা কিছুটা বড় বা ভাল কোন কাজের বুয়া না পাওয়া পর্যন্ত মাকে নিজের বাসায় নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা চালায় ছেলে । মানুষ যে দরকারে কতটা স্বার্থপর ও নির্লজ্জ হতে পারে , তা এসব গুণধর ছেলেদের দেখলে কিছুটা আন্দাজ করা যায় । আল্লাহ আমাদের হেদায়েত করুন । মায়ের মর্যাদা নিয়ে ইসলাম কী বলে ? আর আল্লাহ সুবহানু ওয়া তাআলা বলেন , “ আমি মানুষকে তার মাতা – পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি । তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে ও প্রসব করে কষ্টের সাথে ( সুরা আহকাফ ; ৪৬ : ১৫ ) । হজরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যার মানে , সাবধান , মা – বাবাকে অসন্ত্তষ্ট করবে না । বেহেশতের সুবাস হাজার বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে , কিন্ত্ত যে মা – বাবার অবাধ্য ও যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে , তারা এর সুবাস পাবে না । এক লোক একবার রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললো , আমি আমার মাকে পিঠে করে ইয়ামেন থেকে মক্কায় বয়ে এনেছি যাতে মা হজ্জ করতে পারেন । এরপর তাওয়াফ ও সায়ী করার সময়ে , আরাফাত, মুজদালিফা ও মীনাতেও তাকে পিঠে বহন করেছি । আমার উপর তার যা অধিকার আছে ও মায়ের প্রতি আমার যা কর্তব্য , তা কি আমি পুরোটা পালন করি নি অর্থাৎ মায়ের ঋণ শোধ করেছি কি ? রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : না , একটি ধূলিকণার সমানও শোধ হয় নি । রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যার মানে , যে মা – বাবাকে অসন্ত্তষ্ট করলো , সে যেন আল্লাহকেই অসন্ত্তষ্ট করলো । যে মা – বাবাকে রাগালো , সে যেন আল্লাহকেই রাগালো । আরেকটি হাদীসে আছে , যে মা – বাবাকে কষ্ট দিল , সে আমাকে কষ্ট দিল এবং যে আমাকে কষ্ট দিল , সে আল্লাহকে কষ্ট দিল । যে আল্লাহকে কষ্ট দেয় সে অভিশপ্ত । *** নব- দম্পতিদের প্রতি অনুরোধ : যৌথ সংসারে থাকতে না চাইলে দয়া করে মা-বাবা / শ্বশুর – শাশুড়ির সাথে ঝগড়া করবেন না । তাদের ভালভাবে বুঝিয়ে কাছাকাছি কোন বাসায় আলাদা থাকুন , নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখুন , আল্লাহ তওফীক দিন । Link to comment Share on other sites More sharing options...
MUSLIM WOMAN Posted January 3, 2012 Author Report Share Posted January 3, 2012 Asalamu'alaikum Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Create an account or sign in to comment
You need to be a member in order to leave a comment
Create an account
Sign up for a new account in our community. It's easy!
Register a new accountSign in
Already have an account? Sign in here.
Sign In Now