MUSLIM WOMAN Posted December 16, 2011 Report Share Posted December 16, 2011 Asalamu'alaikum যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রে প্রায় প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন যৌন পীড়নের শিকার। আর প্রতি চারজন নারীর মধ্যে একজন স্বামী বা স্বজনদের হাতে শারীরিক নির্যাতনের শিকার। গত বুধবার যুক্তরাষ্ট্রের এক সরকারি জরিপে নারীর প্রতি সহিংসতার এ চিত্র বের হয়ে আসে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এবং ন্যাশনাল ইন-স্টিটিউট অফ জাস্টিস ২০১০ সাল থেকে এ জরিপকাজ শুরু করে। স্বামী, ছেলে, বন্ধু ও স্বজনদের হাতে পীড়ন, ধর্ষণ এবং যৌনতার জন্য সহিংসতা বিষয়গুলো নিয়ে এ জরিপ পরিচালিত হয়। জরিপে অংশ নেয়া এক শতাংশ নারী বলেছেন, তারা গত এক বছরের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন। জরিপে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে বছরে ১৩ লাখ নারী ধর্ষণ বা ধর্ষণের জন্য পীড়নের শিকার। জরিপে পুরুষদের প্রতি পীড়নেরও ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতি সাতজন পুরুষের মধ্যে একজন স্বজন কর্তৃক পীড়নের শিকার। প্রতি ৭১ জন পুরুষের মধ্যে একজন যৌন নিপীড়নে শিকার। জরিপে অংশগ্রহণকারী পীড়নের শিকার পুরুষদের অধিকাংশই ১১ বছর বয়সের আগে ধর্ষণের শিকার হয়েছে। পীড়নের শিকার যুক্তরাষ্ট্রের এসব নারী-পুরুষের মধ্যে স্বাস্থ্যগত বিপর্যয় লক্ষ্যণীয় হয়ে উঠেছে। নারীদের মধ্যে যারা পীড়নের শিকার তাদের মধ্যে অ্যাজমা, ডায়াবেটিস, মানসিক অসুস্থতাসহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার হার বেশি। এসব নারী-পুরুষ ক্রমাগত মাথাব্যথা, নিদ্রাহীনতা, কাজ-কর্মে অনীহায় ভুগছে। ফিউচার উইদাউট ভায়োল্যান্স নামে মার্কিন স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক লিসা জেমস বলেছেন, পীড়নের শিকার নারী-পুরুষেরা জটিল স্বাস্থ্য সমস্যার জন্য ঝুঁকিপূর্ণ। সহিংস দাম্পত্য জীবনে নারীদের মধ্যে ধূমপানের মাত্রা বেশি। মার্কিন সরকারের জরিপে দেখা গেছে, অল্পবয়সীরাই যৌন পীড়নের বেশি শিকার। পীড়নের শিকারদের মধ্যে ২৮ শতাংশ পুরুষ জানিয়েছে ১০ বছর বয়সের আগেই তারা যৌন হয়রানির শিকার হয়েছে। নারীদের বেলায় তা ১২ শতাংশ। পীড়নের শিকারদের মধ্যে অর্ধেক ১৮ বছর বয়সে এবং ৮০ শতাংশ ২৫ বছর বয়সের আগেই ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার নারীদের মধ্যে যারা অল্প বয়সে পীড়নের শিকার হয়েছেন তাদের ৩৫ শতাংশ পূর্ণবয়স্ক হওয়ার পর পুনরায় যৌন হয়রানির শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক লিনডা ডিগাটিস বলেছেন, নারীদের মধ্যে যৌন পীড়নের শিকার-সংক্রান্ত প্রাপ্ত তথ্য রীতিমতো ভয়াবহ। এ চিত্র আমাদের অনেকেরই ধারণার বাইরে। http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=303&cat_id=1&menu_id=1&news_type_id=1&index=5 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Create an account or sign in to comment
You need to be a member in order to leave a comment
Create an account
Sign up for a new account in our community. It's easy!
Register a new accountSign in
Already have an account? Sign in here.
Sign In Now