MUSLIM WOMAN Posted August 18, 2011 Report Share Posted August 18, 2011 ঈদে মিলনের ভাই তাকে নতুন গাড়ি উপহার দিয়েছে । খুশীর সীমা নেই তাই মিলনের । নতুন গাড়ি কখন বন্ধুদের দেখাবে সেই চিন্তায় রাতে ঠিকমতো ঘুমাতেই পারে নি সে । ঈদে বন্ধুদেরকে তার নতুন গাড়িতে নিয়ে কোথায় কোথায় বেড়াতে যাবে , সেটা মনে মনে ঠিক করতে সে বের হয়ে আসলো বাসা থেকে । গেটের বাইরে এক গরীব বালক খুব আগ্রহ নিয়ে দেখছিল মিলনের গাড়িটিকে । অন্যদিন হলে হয়তো মিলন এই বাচ্চার দিকে ফিরেও তাকাতো না কিন্ত্ত আজ মেজাজ খুব ভাল থাকায় সে হাসিমুখে জানতে চাইলো , কি , গাড়িটা খুব সুন্দর না ?ছেলেটি বললো , চাচু , গাড়িটা আপনার ? মিলন বললো , হ্যাঁ , আমার ভাই এটা আমাকে উপহার দিয়েছে । তাই ? কি দারুণ । তার মানে এটা পেতে আপনাকে কোন টাকা খরচ করতে হয় নি ? ইস , যদি .......বাচ্চাটা একটু থামলো । মিলন বুঝতে পারলো সে কি বলতে চাচ্ছে । ইস যদি আমারো এমন একজন ভাই থাকতো । কিন্ত্ত মিলনকে হতবাক করে দিয়ে বাচ্চাটা বললো , যদি আমি এমন ভাই হতে পারতাম। ছোট এক গরীব বাচ্চার কাছ থেকে এমন কথা শোনার কথা মিলন কল্পনাও করে নি । হতভম্ব ভাব কাটিয়ে উঠে সে বললো , তুমি কি গাড়িতে চড়তে চাও ? ছেলেটি সানন্দে রাজী হলো । গাড়িতে বসে সে বললো , চাচু , আমাদের বাসা কাছেই । আপনি কি আমাদের বাসার সামনে গাড়িটা নিয়ে যাবেন ? মিলন মনে মনে হাসলো । বাচ্চাটি আশেপাশের সবাইকে দেখাতে চাচ্ছে সে একটা বড় সুন্দর গাড়িতে করে বাসায় ফিরেছে । কিন্ত্ত মিলনের অবাক হওয়া আরো বাকী ছিল । বাসায় এসে বাচ্চাটা গাড়ি থেকে নেমে বললো , চাচু , একটু অপেক্ষা করুন । আমার ছোট ভাইকে আপনার গাড়িটা দেখাবো । একটু পরে মিলন দেখলো খোঁড়া এক বাচ্চাকে পিঠে নিয়ে ছেলেটি বের হয়ে আসলো । দরজার কাছে ভাইকে নামিয়ে ছেলেটি বললো , দেখ । কত সুন্দর গাড়ি । এই চাচুকে তার বড় ভাই ঈদে এটি উপহার দিয়েছে । আমিও বড় হয়ে তোকে এমন গাড়ি কিনে দেব । তখন তুই গাড়িতে করে ইচ্ছামতো বেড়াতে পারবি । আমি যা যা সুন্দর জিনিষ দেখে এসে তোকে গল্প করি , সেসব নিজেই তখন দেখবি । মিলন অনেক কষ্টে চোখের পানি আটকালো । খোঁড়া ছেলেটাকে কোলে করে নিয়ে সে গাড়িতে বসালো । তারপর দুই ভাইকে সাথে নিয়ে বেড়াতে বের হয়ে জীবনের অন্যতম খুশীর এক ঈদের দিন কাটালো সে । এত আনন্দ ও খুব কমই পেয়েছে জীবনে । আল্লাহর রাসূল صلى الله عليه وسلم এর কথাটি আজ সে ভালভাবে বুঝতে পারলো : তুমি নিজের জন্য যা ভালবাসো , তোমার ভাইয়ের জন্যও তাই চাইবে । Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Create an account or sign in to comment
You need to be a member in order to leave a comment
Create an account
Sign up for a new account in our community. It's easy!
Register a new accountSign in
Already have an account? Sign in here.
Sign In Now