Jump to content
IslamicTeachings.org

একটি মাছি আমাদেরকে নিয়ে যেতে পারে জান্নাত বা জাহান্নামে


MUSLIM WOMAN

Recommended Posts

assalam.gif

 

 

 

আল্লাহর রাসুল صلى الله عليه وسلم বললেন, মাছির জন্য একজন বেহেশতে ও একজন জাহান্নামে গেল ।

 

 

 

সাহাবীরা অবাক হয়ে জানতে চাইলেন , এ কিভাবে সম্ভব ?

 

 

 

 

 

 

তিনি বললেন , দু’জন লোক এক শহরে গিয়েছিল যেখানে এক বড় মূর্তি ছিল । নিয়ম ছিল এই মূর্তির উদ্দেশ্যে কিছু একটা কুরবানি করতেই হবে ।

শহরের লোকেরা প্রথম ব্যক্তিকে বললো , আমাদের দেবতার নামে কুরবানি করো । সে

বললো , আমার কাছে তো কিছু নেই ।

 

 

 

তারা বললো , একটা মাছি হলেও দাও। সে তাতে রাজী হলো ।

 

 

তখন শহরের লোকেরা তাকে তার পথে চলে যেতে দিল আর সে এভাবে পৌঁছে গেল জাহান্নামে ।

 

 

 

দ্বিতীয় লোকটিকেও একই প্রস্তাব দেয়া হলো ।

 

 

কিন্ত্ত সে বললো , আমি আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে কিছু কুরবানি দেবো না । ফলে সে ‘ শহীদ ’ হয়ে জান্নাতী হলো ( বর্ণনায় আহমদ ) ।

 

 

 

 

 

প্রথম ব্যক্তি একবারো চিন্তা করে নি যে শিরক সবচেয়ে বড় পাপ । তওবা ছাড়া মারা গেলে এই পাপের একমাত্র শাস্তি অনন্ত দোযখবাস ।

 

 

তাই দেবতার উদ্দেশ্যে মাছির মতো সামান্য কিছু উৎসর্গ করলে ক্ষতি নেই - এই ভাবনা , সেই অনুযায়ী কাজ ও তওবানা করায় সে অনন্ত জীবনের জন্য নিজের জায়গা কিনে নিল আগুনে ।

 

নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরীক করাকে মাফ করেন না ’( সুরা নিসা : ৪ : ১১৬ ) ।

 

 

 

 

 

কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করবেন ও তার আবাস জাহান্নাম ( সুরা মায়িদা ; ৫ : ৭২ ) ।

 

 

 

 

 

এই পবিত্র রামাদানে আমরা যেন সবচেয়ে বড় পাপ শিরক সম্পর্কে সচেতন হই ও অন্যদেরকেও সাবধান করি । যারা বিভিন্ন মাজারে মৃত পীরের নামে মুরগি , খাসি উৎসর্গ করেন , তারা এখনই তওবা করে নিন ।

 

 

 

আসুন , আমরা বলি : আমার সালাত , আমার ইবাদত , আমার জীবন ও মৃত্যু জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য ( সুরা আন’আম: ৬:১৬২ )

 

 

 

সহায়ক সূত্র :

http://islamicweb.com/beliefs/creed/abdulwahab/KT1-chap-08.htm

 

 

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...