Jump to content
IslamicTeachings.org

রামাদান ইবাদতের মাস , এই মাসকে খাওয়ার উৎসবে পরিণত করবেন না


MUSLIM WOMAN

Recommended Posts

assalam.gif

 

 

রামাদান ইবাদতের মাস , এই মাসকে খাওয়ার উৎসবে পরিণত করবেন না

 

 

রামাদান মাসে বেশীরভাগ মুসলমান অন্তত খাওয়ার বেলায় কোন সংযম দেখান না । শেষ রাতে তারা একটু বেশীই খান এই ভেবে যে সারাদিন তো খাওয়া হবে না ; আবার দিন শেষে সূর্যাস্তের পরে তারা আবারো গলা পর্যন্ত ঠেসে খান এই অজুহাতে যে সারাদিন তো কিছু খাওয়া হয় নি । এরপর রাতের নির্ধারিত খাওয়াও বাদ যায় না ।

 

 

এছাড়া ইফতারীর দাওয়াত থাকলে তো কথাই নেই । টেবিল ভর্তি হরেক রকম খাওয়ার সবই প্লেট ভর্তি করে নেয়া ( পেট ভরে গেলেও ) ; কোনটা খেয়ে , কোনটা চেখে দেখে , ছড়িয়ে ছিটিয়ে খেয়ে রামাদান মাসকে আমরা খাওয়ার উৎসব হিসাবে পালন করি ।

 

ইমাম শাফেয়ী رضي الله عنهم বলেছিলেন , গত ষোল বছর ধরে আমি পেট ভরে খাই নি ।

 

উকবাহ আর রাশিবী বলেন : আমি আল হাসানের কাছে গেলাম যখন তিনি খাচ্ছিলেন । তিনি আমাকে তার সাথে খেতে বললে আমি জানাই , আমি ততক্ষণ পর্যন্ত খেয়েছি যার পরে আর খাওয়া সম্ভব না । শুনে তিনি বলেন , “ সুবহান আল্লাহ । মুসলমানরা কি এতটা খায় যখন সে আর খেতে না পারে ”?

 

ইসলামে শরীয়াহতে বেশী খাওয়া অপছন্দ করা হয়েছে । পরিমিত খাওয়া হচ্ছে তাই যখন কিছু ক্ষুধা থাকতে একজন হাত গুটিয়ে নেয় অর্থাৎ খাওয়া শেষ করে । এটা দেহকে শক্তিশালী করে ও অসুখকে দূরে রাখে , কেননা এই ব্যক্তি ক্ষুধা না লাগা পর্যন্ত খায় না আর ক্ষুধা থাকতেই খাওয়া শেষ করে । বেশী খাওয়া থেকে দেহ অলস হয়ে যায় , শরীরে বিভিন্ন অসুখ দেখা দেয় ।

 

আল্লাহর রাসূল وسلم صلى الله عليه কখনো রামাদান মাসে বা অন্য সময়ে এখনকার যুগের মুসলমানদের মতো নানা পদের খাওয়া পেট ভর্তি করে খান নি । রাসূল وسلم صلى الله عليه রামাদানের শেষ দশ দিন যে কঠোর সাধনা করতেন অন্য সময়ে এতটা করতেন না ( বর্ণনায় হযরত আয়েশা رضي الله عنهم ) ।

 

 

 

সারা বছর না হোক , অন্তত পবিত্র রামাদানে আমরা যেন পরিমিত খাই ও বেশী বেশী করে ইবাদত করি ।

 

সহায়ক সূত্র : The Manners of the knowledge Seekers : Abu Abdillah Muhammad Said Raslan

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...