Jump to content
IslamicTeachings.org

মদ ও বাংলাদেশের মুসলমান


MUSLIM WOMAN

Recommended Posts

assalam.gif

 

 

 

 

 

 

( হে নবী ) , এরা তোমাকে মদ ও জুয়া নিয়ে প্রশ্ন করে ; তুমি তাদের বলে দাও , এই দুইয়ের মধ্যে আছে মহাপাপ ও মানুষের জন্য উপকারও ; কিন্ত্ত উপকার থেকে পাপ বেশী .... ( সুরা বাকারা ; ২ : ২‌১৯ ) ।

 

 

 

শয়তান এই মদ ও জুয়া দিয়ে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় ও এভাবে সে তোমাদের আল্লাহর স্মরণ ও সালাত থেকে দূরে সরিয়ে রাখবে , তোমরা কি ( এ কাজ থেকে ) বিরত হবে না ?

 

( সুরা আল মায়িদাহ ; ৫ :৯১ ) ।

 

 

 

কুরআনের এই আয়াত নাযিল হওয়ার

হজরত উমর رضي الله عنهم

বলে উঠেছিলেন , আমরা বিরত হলাম ।

 

 

 

 

 

 

 

চলুন দেখি আমরা বাংলাদেশের মুসলমানরা কী করছি ? আজকের দৈনিক মানবজমিনে বলা হয়েছে :

 

 

 

 

 

আমি অসুস্থ। দিনে দু’বেলা মদ খেতে হবে। এ জন্য চাই অনুমতি।

 

 

 

 

 

এভাবেই মদ খাওয়ার জন্য মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করেছেন দেশের ২ মন্ত্রী, ৫ এমপি, ১৬ সচিব-যুগ্মসচিব, বেশ কয়েকজন রাজনীতিবিদ, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কয়েকজন সাবেক এবংবর্তমান পুলিশ কর্মকর্তা।

 

এ তালিকায় আরও আছেন সাবেক জোট সরকারের সময়ের ৪ মন্ত্রীও।

 

 

 

 

 

আবেদনের সঙ্গে তারা জমা দিয়েছেন ডাক্তারের সার্টিফিকেট। কারণ বাংলাদেশী মুসলিম নাগরিকের মদ খাওয়ার লাইসেন্স পাওয়ার একমাত্র শর্ত ডাক্তারি সার্টিফিকেট।

 

 

 

[ হায় আল্লাহ ; সত্যি কি দুনিয়ায় এমন কোন অসুখ আছে যার জন্য কোন মুসলমানকে দিনে দু’বার মদ খেতে হবে ? কি সে অসুখ যার চিকিৎসা ডাক্তাররা করতে না পেরে রোগীকে মদ খেতে সুপারিশ করলেন ? এই রোগী ও ডাক্তারদের পরিচয় জানতে খুব ইচ্ছা করছে । ]

 

 

 

 

 

 

গত ৩০শে জুন ছিল মদ খাওয়ার লাইসেন্সের জন্য আবেদন নেয়ার শেষদিন। ১লা জুলাই থেকে শুরু হয়েছে লাইসেন্স দেয়ার প্রক্রিয়া।

 

 

সরজমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গিয়ে জানা যায় নির্দিষ্ট সময়ে আবেদন জমা পড়েছে ৭সহস্রাধিক।

 

 

এর মধ্যে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছে। রয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ীও। সবচেয়ে আলোচিত হলো ১৬ সচিবের আবেদন।

 

এরমধ্যে রয়েছেন ৮ জন পূর্ণ সচিব, বাকিরা যুগ্ম সচিব ও উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। এছাড়া, শতাধিক পদস্থ সরকারিকর্মকর্তা রয়েছেন আবেদনকারীদের তালিকায়।

 

 

 

.......চলতি ২০১১-১২ অর্থবছরে বিদেশী মদ পানের লাইসেন্সের জন্যএ পর্যন্ত প্রায় ৪ হাজার আবেদন পড়েছে।এছাড়া, দেশীয় মদ পানের জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় ৩ হাজার ।

 

 

 

মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর আবেদনের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ- এবারই প্রথম ছবিসহ আবেদন করতে হচ্ছে। লাইসেন্সেও এবার ছবি সংযুক্ত করে দেয়া হবে।

 

 

তাই পরিচয় প্রকাশ পাওয়ার ভয়ে অনেকেই এবার আবেদন করেন নি। এছাড়া, এবার যারাআবেদন করেছেন তাদের অনেকেই ভুয়া ঠিকানা ব্যবহার করেছেন। আবেদনপত্রের পেশার ঘরে অনেকেই প্রকৃত পেশানা লিখে লিখেছেন চাকরি, ব্যবসা ইত্যাদি।

 

 

 

পুরো খবর পড়ুন এখানে :

 

 

 

http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=14823:2011-07-21-15-46-35&catid=48:2010-08-31-09-43-22&Itemid=82<br clear="all" style="mso-special-character:line-break">

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...