Jump to content
IslamicTeachings.org

আমি ফকির [ একটি সত্য ঘটনা অবলম্বনে ]


MUSLIM WOMAN

Recommended Posts

assalam.gif

 

 

 

 

এক ধনী আরব খুব অসুস্থ হয়ে পড়লেন । এই অবস্থায় তিনি বলতে লাগলেন , আমি ফকির , আমি ফকির ।

 

 

পরিবারেরসবাই তো অবাক । ছেলেমেয়েরা ভাবলো, বাবার হয়তো শরীর খারাপ হওয়াতে মাথা ঠিকমতো কাজ করছে না । তাই তিনি ভুলে গিয়েছেন তার কত সম্পদ আছে ।

 

 

তারা বাবাকে ধরে কামরার বাইরে এনে প্রাসাদসম বাড়িটি দেখিয়ে বললো , বাবা দেখো , তুমি ফকির না । তুমি কত বাড়িতে থাকো । এরকম বাড়ি তোমার আরো অনেক আছে । ব্যাংকে তোমার কোটি কোটি টাকা আছে । কিন্ত্ত বৃদ্ধ তারপরও বারবার বলতে লাগলেন , আমি ফকির , আমি ফকির ।

 

 

 

 

সবাই বিভ্রান্ত হলো , কী হচ্ছে বুঝতে না পেরে তারা এলাকার একজন ধার্মিক ব্যক্তিকে ডাকলেন । বৃদ্ধের সাথে কিছু সময় কাটিয়ে ধার্মিক মুসলমানটি বুঝতে পারলেন বৃদ্ধ আসলে কী বোঝাতে চাইছেন ।

 

 

 

অর্থ রোজগারে এই আরব এত ব্যস্ত থাকতেন যে পরকালের কথা তিনি ভুলেই গিয়েছিলেন । তিনি যা চেয়েছিলেন তা পেয়েছেন - অঢেল সম্পদ , গাড়ি , বাড়ি , সংসার , সন্তান কোনকিছুরই অভাব নেই তার - অভাব শুধু পরকালের জীবনের জন্য অতি দরকারী ভাল আমলের । পরকালে কাজে আসবে এমন ভাল কাজ তিনি তেমন কিছুই করে যেতে পারেন নি । দুনিয়ার ব্যস্ততায় তিনি কখনো সময় পান নি আল্লাহর কথা ভাবার ।

 

 

অনন্তকালের জীবনের সুখের চেয়ে তিনি অল্প দিনের দুনিয়ার ভোগ - বিলাসকে বেশী গূরুত্ব দিয়েছেন সবসময়। আজ মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে তাই তিনি আফসোস করছেন , আমি ফকির , আমি ফকির বলে । মারা যাওয়ার সময়েও এই বৃদ্ধের মুখে ছিল এই আফসোস - আমি ফকির ।

 

 

 

 

আমাদের জীবনের একটা বড় সময় নষ্ট হয় কত না অর্থহীন কাজে । আজ থেকে আমাদের আর এক মিনিট সময়ও আল্লাহর কথা না ভেবে অপচয় করা উচিত হবে না। আল্লাহর স্মরণ থেকে যে যত উদাসীন হবে , পরকালে সে হবে ততটাই বিপন্ন ।

 

 

আমরা কি অনন্তকালের জীবনে ধনী হবো না ?

 

হে মুমিনগণ ; সম্পদ ও সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে , যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্থ

 

( সুরা মুনাফিকুন ; ৬৩ :৯ ) ।

 

 

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহে আচ্ছন্ন রাখে , এমনি করেই

(ধীরে ধীরে ) তোমরা কবরের কাছে গিয়ে হাযির হবে ( সুরা তাকাসুর ; ১০২ : ১-২ )

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...