MUSLIM WOMAN Posted July 9, 2011 Report Share Posted July 9, 2011 রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ অনেক মুসলমান এটা বলতে ভালবাসে যে আমি কুরআন মানি , কিন্ত্ত হাদীস মানি না । তারা দাবী করে কুরআন পাঠই যথেষ্ট , হাদীস না পড়লে কোন ক্ষতি নেই । সত্যিই কি তাই ? হাদীস কেন পড়বো ? কুরআনে আছে সালাত / নামাজের কথা কিন্ত্ত কিভাবে এই সালাত আদায় করতে হবে , কয়বার তা পড়তে হবে , সেসব জানতে হলে পড়তে হবে হাদীস । আল্লাহ কুরআনে আদেশ দিয়েছেন যাকাত দিতে । এই যাকাত টাকা , জমি , সম্পত্তির উপর কি পরিমাণ দিতে হবে , তার ব্যাখ্যা আছে হাদীসে । কুরআন নির্দেশ দেয় কাজের লোকদের সাথে ভাল ব্যবহার করতে । রাসূল صلى الله عليه وسلم নিজের জীবনে তা করে দেখিয়েছেন ও অন্যদের উপদেশ দিয়েছেন কিভাবে তা করতে হবে । যেমন , কাজের লোকদের কেউ মারধর করলে তিনি বলতেন , তুমি যদি তোমার দাসের অপরাধ মাফ না করো , তাহলে কিয়ামতের দিন কিভাবে আশা করবে আল্লাহ তোমার অপরাধ মাফ করবেন ? অনেকেই কাজের লোককে সময়মতো খেতে দেয় না বা কাজে ভুল করলে না খাইয়ে শাস্তি দেয় । রাসূল صلى الله عليه وسلم সাবধান করে বলেছেন , দোযখে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে একজন তার অধীনস্থদের সময়মতো খেতে দেয় না । রাসূল صلى الله عليه وسلم বলেছেন : অবশ্যই কাজের ফলাফল ইচ্ছা বা নিয়তের উপর নির্ভরশীল ; একজন মানুষ তাই যা সে নিয়ত করে । দান , জিহাদ , জ্ঞান চর্চা ইত্যাদি সবকিছু করতে হবে আল্লাহকে খুশী করার জন্য । হাদীসকে অস্বীকার করলে আল্লাহ কি খুশী হবেন ? আল্লাহ এই মহাজগতের কোটি কোটি জিন , ফিরিশতা ও মানুষের মধ্য থেকে যাকে তাঁর শেষ রাসূল হিসাবে পছন্দ করেছেন ও যার মধ্য দিয়ে তাঁর দ্বীনকে সম্পূর্ণ করেছেন , সেই রাসূল صلى الله عليه وسلم এর কথা ও কাজকে আমরা কেন প্রত্যাখান করবো ? আমরা কি তবে আল্লাহ ও তাঁর রাসূল صلى الله عليه وسلم এর থেকে বেশী বুদ্ধিমান ? আমরা খামোকা যেন হাদীস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি না করি , আল্লাহ হেদায়েত করুন । “ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে ও আল্লাহকে বেশী স্মরণ করে , তাদের জন্য রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ ( সুরা আহযাব ; ৩৩ : ২১ ) । Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Create an account or sign in to comment
You need to be a member in order to leave a comment
Create an account
Sign up for a new account in our community. It's easy!
Register a new accountSign in
Already have an account? Sign in here.
Sign In Now