Jump to content
IslamicTeachings.org

বদমেজাজীরা জাহান্নামী


MUSLIM WOMAN

Recommended Posts

Asalamu'alaikum

 

 

Once Prophet Muhammed pbuh asked a question of his companion, "Who among you do you consider a strong man?" They said, the one who can defeat so-and-so wrestler in a fight, and he said, that is not so. The one who is strong is the one who can control himself at the time of anger. He also said that anger is like fire, which destroys you from within, and it can also lead you to the fire of hell by your own expressions of anger unjustly.

 

 

আমাদের অনেকেরই ধারণা যে যত বেশী মেজাজ দেখাতে পারবে , অন্য মানুষকে ধমক দিয়ে কথা বলতে পারবে , তার ব্যক্তিত্ব তত বেশী । যে শান্ত , চুপচাপ ধরণের , তার সম্পর্কে অনেকের মত : ওর তো পার্সোনালিটি বলতে কিছু নেই ।

 

 

অথচ আল্লাহর রাসূল صلى الله عليه وسلم আমাদের কী শিক্ষা দিয়েছেন ? তিনি একদিন তাঁর সাথীদের কাছে জানতে চাইলেন , তোমাদের মধ্যে কোন ব্যক্তিকে তোমরা খুব শক্তিশালী বলে মনে করো ? অনেকেরই উত্তর ছি ল এমন , যে ব্যক্তি অমুক অমুক কুস্তিগীরকে হারাতে পারবে , তাকে আমরা ভাববো খুব শক্তিশালী । আল্লাহর নবী صلى الله عليه وسلم বললেন , না । তোমাদের মধ্যে যে শক্তিতে কাউকে হারিয়ে দেয় বা সবচেয়ে ভারী বোঝা বহন করতে পারে , সে সবচেয়ে শক্তিশালী নয় । যে নিজের রাগ দমন করতে পারে , তোমাদের মধ্যে তার শক্তিই সবচেয়ে বেশী ।

 

এক সাহাবী একবার ক্রীতদাসকে মারধর করছিলেন । রাসূল صلى الله عليه وسلم তাকে সাবধান করে বলেন : তুমি যদি এই দুনিয়ায় তোমার দাসের অপরাধ ক্ষমা না করো , তবে কিভাবে কিয়ামতের দিনে আশা করবে আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করবেন ? এই কথায় লজ্জিত ও অনুতপ্ত হয়ে সাহাবী সাথে সাথে দাসকে মুক্ত করে দিলেন । রাসূল صلى الله عليه وسلم বললেন , তুমি যদি এটা না করতে , তাহলে হয়তো দোযখে যেতে।

 

রাসূলের শিক্ষা : রাগ তোমাকে দোযখের আগুনে নিয়ে যাবে । তাই তিনি বারবার করে উপদেশ দিতেন : তোমরা রাগ করবে না , বদমেজাজী হবে না।

 

আমরা কি রাসূল صلى الله عليه وسلم এর উপদেশ মেনে চলবো না ?

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...