-
Posts
1,173 -
Joined
-
Last visited
-
Days Won
41
Content Type
Profiles
Forums
Events
Everything posted by MUSLIM WOMAN
-
Asalamu'alaikum thanks for sharing the useful info. Don't know what is Pomegranate :unsure:
-
Asalamu'alaikum thanks br for reading :read:
-
Asalamu'alaikum অনেক আগে কাজীর বিচার নিয়ে কিছু গল্প পড়ি । আগেকার যুগে বিচারকরা কিভাবে ন্যায়বিচার করতেন , তা জেনে অভিভূত হয়েছিলাম । সুবিচার করার জন্য কোন কাজী কাউকে পুলিশ রিমান্ডে দিয়েছিলেন বলে আমি কোন কাহিনীতে পাই নি । তাছাড়া কোন কাজী যদি রায়ে ভুল করতেন , তাহলে ভুল ধরিয়ে দিলে তারা রেগে না গিয়ে তা সংশোধন করতেন । অথচ আজ বিচার কাজ নিয়ে কোন সমালোচনা হলে তা কোর্ট অবমাননার দায়ে শাস্তিযোগ্য অপরাধ হয়ে যায় । কাগজে বিভিন্ন বিচারকের রায় পড়ে মনে অনেক প্রশ্ন জাগলেও সাহস করে কেউ প্রতিবাদও করেন না । যারা কাজীর বিচারের কাহিনীগুলি পড়েন নি , তাদের জন্য স্মৃতি থেকে কিছু লিখছি । কোন ভুল কারো চোখে পড়লে জানাবেন , ইনশাআল্লাহ সংশোধন করবো । ১. চুরির অপরাধে চোরকে হাত কাটার শাস্তি দেয়া হলো । রায় শুনে মাদ্রাসার এক শিক্ষিকা তার নাবালক ছাত্রকে দিয়ে বলে পাঠালেন , রায় ভুল হয়েছে। কেননা , তিন দিরহাম বা তার চেয়ে কম দামী কিছু চুরি করলে হাত কাটা বিধান প্রযোজ্য হবে না । বিচারক প্রকাশ্য সভায় এই কথায় কি তেলে – বেগুনে জ্বলে উঠলেন ? আদালত অবমাননার দায়ে সেই শিক্ষিকা বা ছাত্রকে শাস্তি দিলেন ? না । তিনি নিজের ভুল স্বীকার করে চোরের হাত কাটার রায় ফিরিয়ে নিলেন । আজ যদি মাদ্রাসার কোন ছাত্র আদালতে এসে বিচারককে বলে , আমার শিক্ষিকা বলেছেন আপনার বিচার ঠিক হয় নি , তাহলে সেই ছাত্র আর তার শিক্ষিকার যে কী অবস্থা হবে , তাদেরকে কী পরিমাণ হেনস্থা করা হবে , তা আল্লাহই ভাল জানেন । ২. এক নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো এক ব্যক্তি । সাথে নিয়ে আসলো চারজন সাক্ষী । সবার এক কথা : এই নারীর চরিত্র খুবই খারাপ । এক কুকুরের সাথে তার রয়েছে বিশেষ সম্পর্ক যা ইসলামে পাপ ও শাস্তিযোগ্য অপরাধ । অভিযোগ গুরুতর , সাথে সাক্ষীরাও হাজির । কাজী কী করলেন ? তিনি কি প্রকাশ্য বিচার সভায় নারীকে তলব করলেন ? না । তিনি এক এক করে সাক্ষীদের ডেকে শুধু একটি প্রশ্ন করলেন : কুকুরটি দেখতে কেমন ? কেউ বললো বড় কুকুর , খয়েরী রংয়ের ; কারো উত্তর মাঝারী আকারের কালো কুকুর , আরেকজনের উত্তর ছোট , সাদা কুকুর । বিচারক বুঝলেন সবই ষড়যন্ত্র । দোষীদের শাস্তির ব্যবস্থা হলো , এক নিরপরাধ নারীর সম্মান রক্ষা হলো । ৩. বন্ধুর কাছে খুব দামী এক পাথর জমা রেখে একজন ব্যবসায়ী গেলেন বিদেশে । ফিরে এসে আমানত ফেরত চাইলে বন্ধু আকাশ থেকে পড়লো , তোমার জিনিষ তো আমি দিয়ে দিয়েছি । অনেক সাক্ষীও আছে যারা দেখেছে তোমাকে আমি জিনিষ ফেরত দিয়েছি । নিরুপায় হয়ে প্রতারিত ব্যবসায়ী গেলেন কাজীর দরবারে । কাজী সব শুনে ....না , কাউকে পুলিশ রিমান্ডে দিলেন না । তিনি সাক্ষীদের নরম মাটি দিয়ে বললেন , পাথরটি কেমন ছিল বানিয়ে দেখাও । কেউ বানালো গোল করে , কেউ বানালো চারকোণা , কেউ বা লম্বা করে । যা বোঝার বুঝে নিলেন কাজী , উদ্ধার হলো দামী পাথরটি । এখন যে কোন বিচার কাজ মাসের পর মাস ধরে চলে , বেশীরভাগ সময় বছর পার হয়ে যায় । বিচারপ্রার্থী আদালত ভবন আর উকিলের পিছনে ছোটাছুটিতে লাখ লাখ টাকা খরচ করেও অনেক সময় সুবিচার পান না । অভিযুক্ত ( হয়তো সে নির্দোষ ) ব্যক্তি মাসের পর মাস হাজতে থেকে কখনো কখনো মৃত্যুর কোলে ঢলে পড়ে । এছাড়া , পুলিশ রিমান্ড তো রয়েছেই । রিমান্ডে আসামীর উপর কী ধরণের নির্যাতন হয় , কথা আদায়ের নামে অত্যচারের ভয় দেখিয়ে অভিযুক্তের পরিবার থেকে টাকা আদায় করা থেকে শুরু করে আরো কত নির্মমতা যে হয় , তা আমরা সবাই বুঝি। আগে যদি কাউকে পুলিশ রিমান্ডে না পাঠিয়ে সুবিচার করা যেত , তাহলে আজ তা করা যাচ্ছে না কেন ? আইন পেশা , বিচার বিভাগের সাথে যারা জড়িত , তারা কি এ নিয়ে কিছু ভাববেন , কিছু করবেন ?
-
Asalamu'alaikum I read that if someone sneezes and in salat we answer / say Yar Hamakullah , our salat will be invalid and we have to repeat it. Not sure about Salaam.
-
Walaikum'asalam so , reply to greeting in Salat was allowed earlier ? :unsure:
-
Asalamu'alaikum শাকিরা আসছে ....? কাগজে পড়লাম শাকিরাকে বাংলাদেশে আনার জন্য জোর চেষ্টা চালাচ্ছে দুইটি মিডিয়া গোষ্ঠী । একে অন্যের আগে কিভাবে শাকিরাকে রাজী করাতে পারবে , তা নিয়ে প্রতিযোগিতা চলছে । বা: কী দারুণ খবর - ভাল কাজে তো এভাবেই একে অন্যকে হারিয়ে দিতে হবে । দেশের তরুণ- যুব সমাজ খুশীতে আত্মহারা হয়ে আছে শাকিরার আসতে পারে জেনে । এই বিখ্যাত গায়িকাকে সামনাসামনি দেখতে পারলে তাদের সবার জীবন ধন্য হয়ে যাবে । শাকিরার গান – নাচ শোনা ও দেখার সৌভাগ্য বা দূর্ভাগ্য আমার এখনো হয় নি । তবে কাগজে খবর পড়ে ও ছবি দেখে আন্দাজ করতে পারি কী ধরণের পোশাকে , কী ধরণের নাচ – গান পরিবেশন করবে এই বিখ্যাত শিল্পী । খবরটা পড়ার পর থেকেই ভাবছিলাম , আর কারো কোন দু:চিন্তা কি হচ্ছে না ? মাত্র কিছুদিন আগে শাহরুখ খানের সাথে আসা সহশিল্পীরা সংস্কৃতির নামে ইচ্ছামত খোলামেলা কাপড় পড়ে যেভাবে অনুষ্ঠান করেছে , তার বিরুদ্ধে কোন জোরালো প্রতিবাদ চোখে পড়ে নি । নাচ – গান – মডেলিংয়ের নামে দেশী – বিদেশী কেউ বুকখোলা কাপড় পড়ে প্রকাশ্যে অনুষ্ঠান করতে পারবে না - একটি মুসলিম প্রধান দেশে এমন সরকারী আদেশ থাকবে – এটা আশা করা কি খুব অন্যায় ? আজকে কাগজে পড়লাম একটি ইসলামিক দল শাকিরার আসার বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছে । পড়ে খুশী হলাম । যাক্ দেরীতে হলেও , অল্প হলেও এসব অশালীন অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ তাহলে শুরু হয়েছে । আল্লাহ আমাদের দৃষ্টিকে হেফাযতে রাখুন ; অশালীন কোন অনুষ্ঠানের আয়োজন করা থেকে , তাতে অংশ নেয়া - যদি তা শুধু দর্শক হিসাবেও হয় , তা থেকে আমরা যেন দূরে থাকতে পারি , আমীন ।
-
Asalamu'alaikum nope , did not translate , copy & pasted :P
-
Asalamu'alaikum Once Prophet Muhammed pbuh asked a question of his companion, "Who among you do you consider a strong man?" They said, the one who can defeat so-and-so wrestler in a fight, and he said, that is not so. The one who is strong is the one who can control himself at the time of anger. He also said that anger is like fire, which destroys you from within, and it can also lead you to the fire of hell by your own expressions of anger unjustly. আমাদের অনেকেরই ধারণা যে যত বেশী মেজাজ দেখাতে পারবে , অন্য মানুষকে ধমক দিয়ে কথা বলতে পারবে , তার ব্যক্তিত্ব তত বেশী । যে শান্ত , চুপচাপ ধরণের , তার সম্পর্কে অনেকের মত : ওর তো পার্সোনালিটি বলতে কিছু নেই । অথচ আল্লাহর রাসূল صلى الله عليه وسلم আমাদের কী শিক্ষা দিয়েছেন ? তিনি একদিন তাঁর সাথীদের কাছে জানতে চাইলেন , তোমাদের মধ্যে কোন ব্যক্তিকে তোমরা খুব শক্তিশালী বলে মনে করো ? অনেকেরই উত্তর ছি ল এমন , যে ব্যক্তি অমুক অমুক কুস্তিগীরকে হারাতে পারবে , তাকে আমরা ভাববো খুব শক্তিশালী । আল্লাহর নবী صلى الله عليه وسلم বললেন , না । তোমাদের মধ্যে যে শক্তিতে কাউকে হারিয়ে দেয় বা সবচেয়ে ভারী বোঝা বহন করতে পারে , সে সবচেয়ে শক্তিশালী নয় । যে নিজের রাগ দমন করতে পারে , তোমাদের মধ্যে তার শক্তিই সবচেয়ে বেশী । এক সাহাবী একবার ক্রীতদাসকে মারধর করছিলেন । রাসূল صلى الله عليه وسلم তাকে সাবধান করে বলেন : তুমি যদি এই দুনিয়ায় তোমার দাসের অপরাধ ক্ষমা না করো , তবে কিভাবে কিয়ামতের দিনে আশা করবে আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করবেন ? এই কথায় লজ্জিত ও অনুতপ্ত হয়ে সাহাবী সাথে সাথে দাসকে মুক্ত করে দিলেন । রাসূল صلى الله عليه وسلم বললেন , তুমি যদি এটা না করতে , তাহলে হয়তো দোযখে যেতে। রাসূলের শিক্ষা : রাগ তোমাকে দোযখের আগুনে নিয়ে যাবে । তাই তিনি বারবার করে উপদেশ দিতেন : তোমরা রাগ করবে না , বদমেজাজী হবে না। আমরা কি রাসূল صلى الله عليه وسلم এর উপদেশ মেনে চলবো না ?
-
Asalamu'alaikum yap sis , u must learn Bangla :P summary of the post: Recently, electronic cigarettes – battery-operated devices that have the look, feel, and even taste of a normal cigarette – have been touted as an allegedly “safe” alternative to traditional cigarettes. Hundreds of thousands of Americans looking for their nicotine fix have now taken up smoking these “e-cigarettes” based upon the belief that these devices pose no threat to their health. Unfortunately, there are serious questions regarding the dangers of electronic cigarettes that remain unanswered. The appeal of electronic cigarettes stems in large part from the fact that smokers inhale liquid nicotine, and exhale a mist of vapor, thus replicating the experience of smoking traditional cigarettes but without also ingesting the tar or tobacco that are present in traditional cigarettes. According to a recent New York Times article, what many e-cigarette users don’t know is that along with liquid nicotine they are also inhaling propylene glycol, a liquid that is used in anti-freeze solutions and in brake and hydraulic fluids. The material data safety sheet for propylene glycol states that chronic exposure of that substance may cause “reproductive and fetal effects,” “central nervous system depression,” damage to cell membranes, and possible seizures. Moreover, there appears to be no evidence that inhalation of propylene glycol over a prolonged period of time is safe, and there are no independent scientific studies demonstrating that electronic cigarettes can help people to stop smoking. Electronic cigarettes are already banned in Australia and Hong Kong due to safety concerns. And the Food and Drug Administration (“FDA”) has refused entry of shipments of electronic cigarettes coming into the U.S. “These appear to be unapproved drug device products,” said Karen Riley, a spokeswoman for the FDA, “and as unapproved products they can’t enter the United States." If you have purchased electronic cigarettes, or have been injured by using “e-cigarettes,” please contact us to discuss your legal options.
-
Asalamu'alaikum ই সিগারেট সম্পর্কে কোন ধারণাই ছিল না আমার । ধন্যবাদ পোস্টের জন্য ।
-
Asalamu'alaikum u know I am lazy :ohmy: :oops: want to write a short post daily like this ...but somehow times passes and can't manage time :sorry:
-
Asalamu'alaikum these are according to hadith ?
-
Asalamu'alaikum A Wife in Marriage Quotes The Holy Prophet Muhammad (peace and blessings be upon him) said: "If Allah grants a Muslim a righteous wife, this helps him preserve half of his religion (faith). He should, therefore, fear Allah as regards the other half." ( Marriage quotes from At-Tabarani and Al-Hakim) muslim-marriage-guide
-
Asalamu'alaikum I guess , one was Mother Kadija ra . Other one was her female slave ??
-
Salaam sis safah , carry on :)
-
Asalamu'alaikum I liked it very much ; thanks for sharing .
-
Asalamu'alaikum who said it ?
-
Asalamu'alaikum Our Home without TV " Tell the believing men that they should lower their gaze and guard their modesty; " (Quran 24:30-31). …the adultery of the eyes is looking (at [that] which is not allowed)…" (Bukhari, Muslim). May Allah protects us from the adultery of eyes , Ameen. সালাম আলাইকুম , দু:খজনক হলেও সত্যি যে এখন মুসলমানদের বাসা টিভি সেট ছাড়া চিন্তাও করা যায় না । যে কোন স্বচ্ছল পরিবারে ২/৩ টি টিভি অবশ্যই থাকবে । এমন কী , বস্তিতেও আজকাল অনেক ঘরে ডিশের সংযোগসহ টিভি সেট রয়েছে । বাংলাদেশের কয়টি নাটকে দেখা যায় কেউ নামাজ পড়ছেন , কুরআন তেলাওয়াত করছেন ? কোন প্রযোজক – পরিচালক সাহস করে এসব দেখান না ; কারন তাহলে তিনি সবার কাছে হয়ে যাবেন ‘ ঘৃণিত মৌলবাদী ” , অথচ হিন্দি প্রায় সব সিরিয়ালে পূজা করা , মন্ত্র পাঠ এসব থাকবেই । আজ এ দেশের লাখ লাখ মুসলমান কিশোর –কিশোরী হিন্দুদের বিভিন্ন দেব-দেবীদের নাম , তাদের পূজার মন্ত্র শিখে ফেলছে । অথচ কুরআন থেকে সুরা ফাতিহা বা সুরা কাউসার বলতে বললে এদের অনেকেই ভিমড়ি খাবে , নামাজের অপরিহার্য সুরাটি বা কুরআনের সবচেয়ে ছোট সুরাও এরা জানে না । বিষয়টি হালকা করে দেখার মতো না । টিভিতে আমরা কী দেখছি , পরিবারের শিশুটি বা ভবিষ্যত প্রজন্ম কী শিখছে ? বাসার ছোট শিশুটি প্লেট হাতে নিয়ে উপর –নীচ ঘুরায় ( হিন্দি সিরিয়ালে মন্ত্র পড়ে এমনটি করতে দেখে ) আর তাতে আমরা বড়রা মজা পেয়ে হাসি । অথচ বিষয়টি ভয়ংকর । আমরা অবশ্যই অন্য ধর্ম সম্পর্কে জানবো তবে আগে তো নিজের ধর্ম কী তা বুঝতে হবে , নিজের ঈমান মজবুত করতে হবে । ভাল করে কথা বলতে শেখে নি যে শিশু , তাকে যদি দিনে –রাতের অনেকটা সময় হিন্দি সিরিয়ালের সামনে বসিয়ে রাখা হয় , খাওয়ানোর জন্য টিভি ছেড়ে দেয়া হয় , তাহলে আমরা কিভাবে আশা করবো পরিবারের এই সন্তানটি , মুসলমান সমাজের ভবিষ্যত প্রজন্ম একজন ঈমানদার হিসাবে বেড়ে উঠবে ? আমাদের মা , নানী , দাদীরা কি এসব ব্যপারে সচেতন হবেন না ? শিশু সন্তান যেহেতু অনেকটা সময় আপনাদের সাথে সময় কাটায় , আপনাদের দায়িত্ব এ ব্যপারে অনেক । আপনার সাথে থেকে , আপনার পছন্দের হিন্দি নাটক দেখতে দেখতে ছোটবেলা থেকেই মুসলিম শিশুরা ভিন্ন ধর্ম ও সংস্কৃতিকে আপন ভাবতে শিখছে , তার দায় আপনি / আপনারা কিভাবে এড়াবেন ? মাঝেমাঝে ভাবি যদি ঘরে ঘরে আজ টিভি সেট না থাকতো ? অনেকে হয়তো ভয়ে শিউরে উঠবেন , কী , টিভি থাকবে না ঘরে ? তাহলে সময় কাটবে কী করে ? সময় কাটানো জন্য টিভির বিকল্প অনেক কিছুই তো আছে । বই পড়ুন , বাগান করুন ( নিয়মিত ফলের গাছ লাগান ; তা থেকে যতদিন মানুষ বা পশু-পাখি উপকার পাবে , তাতে আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে , এমন কী আপনি মারা যাওয়ার পরেও আপনার লাগানো গাছ থেকে আপনি উপকৃত হবেন ) , আরবী ভাষা শিখুন , শুদ্ধ উচ্চারণে কুরআন তেলাওয়াত শিখুন , বাসার বৃদ্ধ ও অসুস্থ কেউ থাকলে তার যত্ন নিন , তার সাথে সময় কাটান ; শিশুদেরকে রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী , বেঁচে থাকতেই বেহেশতে যাওয়ার মহাসৌভাগ্য লাভের সুখবর যারা পেয়েছিলেন তাদের কাহিনী পড়ে শোনান , আপনার কাজের মেয়েটিকে নামাজ পড়া শেখান , বাংলায় তার মা-বাবার কাছে চিঠি লিখতে শিখিয়ে দিন – ভবিষ্যতে কোন বিপদে এটা তার উপকারে আসবে , ইন্টারনেটে ইসলামিক সাইটগুলিতে যান , ভাল প্রতিবেদনগুলি পড়ুন ও তা ই-মেলে অন্যদের পাঠান । তরুণ – যুবকরা রাত জেগে টিভিতে ইংরেজী যে সিনেমা ও মিউজিক ভিডিও দেখে , তা তাদের উপর কী প্রভাব ফেলছে ? আমরা কি অনেক দেরী ও তাদের ও আমাদের সবার মারাত্মক ক্ষতি হওয়ার আগেই এসব নিয়ে ভাববো না , কিছু করবো না ? পবিত্র কুরআনের একটি আয়াত সবাইকে মনে করিয়ে দিতে চাই : বল বিশ্বাসীদের , তারা যেন দৃষ্টি সংযত করে ও লজ্জাস্থানের হিফাযত করে .... ( সূরা নূর ; আয়াত ৩০) । টিভি দেখার সময় সবাই যেন আল্লাহর এই নির্দেশের কথা মনে রাখে । কোন অশালীন দৃশ্য আসলে অবশ্যই চ্যানেল বদলে ফেলতে হবে । খুব ভাল হয় যদি অশালীন দৃশ্যে ভরা মিউজিক ভিডিও , ইংরেজী সিনেমা এসব একদমই কেউ না দেখে । আরো ভাল হয় যদি টিভি সেটটিকেই বিদায় জানানো যেত । আল্লাহ আমাদের ‘ চোখের ব্যভিচার ” থেকে হেফাযত করুন , আমীন ।
-
Asalamu'alaikum Can Muslim women marry non-Muslim men ? And give not (your daughters) in marriage to Al-Mushrikoon till they believe (in Allah Alone) and verily, a believing slave is better than a (free) Mushrik (idolater, etc.), even though he pleases you. Those (Al-Mushrikoon) invite you to the Fire, but Allah invites (you) to Paradise and Forgiveness by His Leave, and makes His Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.) clear to mankind that they may remember. ( سورة البقرة , Al-Baqara, Chapter #2, Verse #221) আজকাল মাঝেমাঝেই খবরের কাগজে পড়ি বা বিয়ের দাওয়াত পাই যে কোন মুসলিম নারী একজন অমুসলিমকে বিয়ে করেছেন বা করতে যাচ্ছেন । তাই স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে , যিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন ও যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে , তিনি কি এমন বিয়ের অনুমতি দিয়েছেন ? পবিত্র কুরআনে বলা আছে যার মানে : ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক পুরুষের সাথে নারীদের বিয়ে দিও না । মুশরিক পুরুষ যদিও তোমাদের মুগ্ধ করে তবু মুমিন দাস তার থেকে উত্তম । মুশরিকরা আগুনের দিকে আহবান করে ; আল্লাহ নিজ দয়ায় জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন ..( সুরা বাকারা : ২: ২২১ ) । তাই যারা জীবনে এই মারাত্মক ভুলটি করে ফেলেছেন , তারা এখনই তওবা করুন । আল্লাহ ক্ষমা করতে ভালবাসেন তবে মনে রাখতে হবে ইচ্ছা করে তরুণ বয়সে পাপ করলাম এই আশায় যে বৃদ্ধ বয়সে মাফ চেয়ে নিব - এটি হবে আরো একটি চরম ভুল। মুত্যুর সময় কার কখন ঘনিয়ে আসবে , তা কেউ বলতে পারে না । গান গাইতে গাইতে ফিরোজ সাঁই মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়লেন - কি কাকতালীয় ব্যপার – তিনি শেষ গান গাইলেন ‘ এক সেকেন্ডের নাই ভরসা । সম্প্রতি মীর শওকত আলী চেয়ারে বসা অবস্থায় কথা বলতে বলতে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন । তাই আমার যে সব মুসলিম বোনেরা জেনে বা না জেনে এই ভুল করে ফেলেছেন , তাদের প্রতি অনুরোধ , আপনারা এখনি এই অবৈধ সম্পর্ক থেকে বের হয়ে আসুন । স্বামীকে ইসলামের দাওয়াত দিন ; যদি তিনি স্বেচ্ছায় ইসলাম কবুল করেন , তাহলে আলহামদুলিল্লাহ । যদি তিনি ইসলাম গ্রহণে রাজী না হোন , তাহলে আল্লাহকে ভয় করুন ও হারাম সম্পর্ক থেকে দূরে থাকুন ।
-
Salaam Pearls of Wisdom from Umar bin Khattab (Radiya Allahu Anhu) Don't take the word of a Muslim as ill. When there is a way of seeing it positively, take it that way. Find one good interpretation out of 10. Avoid positions that will make others doubt you. (ie disobey Allah publicly, hang out with ppl who don't care, at all time and places) protectedpearl
-
Asalamu'alaikum tooo bad that i was not there and missed 1 deennar :roll:
-
Salaam "Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that. Hate multiplies hate, violence multiplies violence, and toughness multiplies toughness, in a descending spiral of destruction. The chain reaction of evil must be broken, or we shall be plunged into the dark abyss of annihilation". - Dr. Martin Luther King Jr.
-
Salaam "If this war is so righteous, why don't you send your children?" -- Mother of dead GI Susan Niederer to First Lady Laura Bush
-
Asalamu'alaikum thank u , sis :veryhappy:
-
Walaikum'asalam :roll: :o what did he do then ?