Jump to content
IslamicTeachings.org

MUSLIM WOMAN

Members
  • Posts

    1,173
  • Joined

  • Last visited

  • Days Won

    41

Everything posted by MUSLIM WOMAN

  1. Asalamu'alaikum A calamity that makes you turn to Allah is better for you than a blessing which makes you forget the remembrance of Allah. –Shaykh Ibn Taymiyyah
  2. Asalamu'alaikum ২. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন - সুমহান আল্লাহ্‌ হযরত মূসা ইবনে ইমরানের প্রতি প্রত্যাদেশ নাযিল করলেন যে, “তাঁর উম্মতের মধ্যে এমন কিছু সংখ্যক লোক হবে, তারা উঁচু নিচু স্থানে উঠা নামার সময় ‘লা-ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই)’ সাক্ষ্য দিতে থাকবেন, তাদের জন্য আম্বিয়ায়ে কেরামের অনুরূপ পুরস্কার রয়েছে।” দায়লামী এ হাদীসটি হযরত আনাস (রাঃ) থেকে সংগ্রহ করেছেন।
  3. Asalamu'alaikum আপনি কি আপনার মা – বোন- মেয়ে - স্ত্রী- ভাগ্নী কাউকে ‘ যৌনকর্মী ” হিসাবে দেখতে চান ? এমন প্রশ্ন কাউকে করা হলে আশা করি তার উত্তর আসবে : না । পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন : তোমাদের দাসিরা সতীত্ব রক্ষা করতে চাইলে দুনিয়ার জীবনের সম্পদের লোভে তাদের ব্যভিচারিণী হতে বাধ্য করো না ( সুরা নূর ; ২৪ : ৩৩ ) । যারা যুদ্ধবন্দী ও ক্রীতদাসী ছিল , তাদেরকেও পতিতা বা ব্যভিচারের অবৈধ জীবন বেছে নিতে আল্লাহ নিষেধ করেছেন । অথচ আজ মুসলিমপ্রধান বাংলাদেশে স্বাধীন নারীদেরকে পতিতা হতে উৎসাহ দেয়া হয় । বিভিন্ন সভা – সেমিনারে অনেক বক্তা আছেন যারা পতিতাদের প্রতি সহানুভূতি ও ভালবাসার প্রকাশ ঘটাতে , সম্মান দেখিয়ে তাদের পতিতা নয় বরং যৌনকর্মী বলেন , যেন এই কাজে যারা জড়িত তারা অন্য সব পেশার মানুষদের থেকে আলাদা কিছু না ও এটি একটি সম্মানজনক পেশা। আগে ঘোষণা দিয়ে বলুন , আমার মা যৌনকর্মী , তাই আমি জানি না কে আমার পিতা ; বলুন : আমার স্ত্রী যৌনকর্মী , তাই আমি জানি না তার সন্তানের পিতা কে - আমি অথবা তার অসংখ্য পুরুষ সঙ্গীদের যে কেউ , তারপর না হয় পতিতাদের ‘ যৌনকর্মী ’ বলুন । যে কাজে আপনি নিজের মা , বোন , স্ত্রীকে দেখতে চান না , সেই পেশায় অন্য একজনের মা – মেয়েকে আসতে বলবেন না । হ্যাঁ ,মানুষ হিসাবে পতিতা ও তাদের সন্তান অবশ্যই দেশের অন্য সব নাগরিকের মত শিক্ষা –চিকিৎসা ইত্যাদির সুযোগ লাভের অধিকার রাখেন ; কিন্ত্ত আমার প্রশ্ন হচ্ছে যারা তাদের প্রতি এই সহানুভূতি জানাচ্ছেন , তাদের আসল উদ্দেশ্য কী ? কেন তারা চান গরীব ঘরের অসহায় মেয়েরা পতিতা হয়ে যাক ? তারা এটা বন্ধ করার কথা বলেন না বরং পতিতাদের অধিকার সংরক্ষণের কথা বলেন ? আমি স্তম্ভিত হয়ে যাই । এ কিভাবে সম্ভব ? পতিতা হওয়া কোন মুসলমান নারীর অধিকারের মধ্যে পড়ে না । যারা পতিতাদেরকে যৌনকর্মী বলেন , তাদের অধিকারের কথা বলেন , তাদের প্রতি প্রশ্ন : আপনারা নিজেরা কি এই পেশায় জড়িত ? আপনি কি আপনার মা – বোন- মেয়ে - স্ত্রী- ভাগ্নী কাউকে ‘ যৌনকর্মী ” হিসাবে দেখতে চান ? আপনার পরিবারের কোন পুরুষ যদি বিয়ে করতে চান , তবে কি আপনি পতিতা পল্লীর কোন নারী বা তার মেয়েকে পাত্রী হিসাবে পছন্দ করবেন ? আপনি কি জানেন কে আপনার পিতা ? ধরে নিচ্ছি জানেন ; তাহলে আপনি কেন গরীব ঘরের অসহায় মেয়েদের বলছেন তোমাদের সন্তানের পিতৃ-পরিচয়ের দরকার নেই বা তোমার বাচ্চার পিতা কে এটা না জানলেও তোমার বা তোমার বাচ্চার চলবে ? আপনি আপনার পিতার নাম জানেন , আপনি নিজের বাচ্চাকে শেখাচ্ছেন কে বাবার নাম , দাদার নাম ; তাহলে কেন অসংখ্য শিশুকে আপনি এই দুনিয়ায় আনতে চান যারা কোনদিনও জানবে না বাবার নাম – পরিচয় ? আসুন , পতিতাদেরকে মানুষ হিসাবে তাদের সত্যিকারের অধিকার দেই : আল্লাহ যে পেশা নিষিদ্ধ করেছেন , সেই পেশা থেকে সরিয়ে এনে পরকালের আগুনের হাত থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করি । পেশা হিসাবে পতিতাদের কাজকে স্বীকৃতি দিয়ে খামোকা তাদেরকে দোযখের আগুনের দিকে আর নাই বা ঠেলে দিলেন ।
  4. Asalamu'alaikum وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ 08 আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ 09 তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।
  5. Walaikum'asalam did not know about the background of the verse. JazakAllah khair for sharing.
  6. Asalamu'alaikum আল্লাহর একত্ববাদ .আল্লাহর একত্ববাদ সম্পর্কেঃ ১. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ্‌ বলেছেন, “লা-ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই) আমার দুর্গ। তাতে যে প্রবেশ করেছে, সে আমার শাস্তি থেকে নিরাপদ হয়েছে।” এ হাদীসটি হযরত আনাস (রাঃ) থেকে ইবনু নাজাজ সংগ্রহ করেছেন।
  7. Asalamu'alaikum ২) সূরা আল বাক্বারাহ ( মদীনায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ২৮৬ بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। الم 01 আলিফ লাম মীম। ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ 02 এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য, الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ 03 যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ 04 এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 05 তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম। إِنَّ الَّذِينَ كَفَرُواْ سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ 06 নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না। خَتَمَ اللّهُ عَلَى قُلُوبِهمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ 07 আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
  8. Asalamu'alaikum .হাদীসে কুদ্‌সী বা রাসূলুল্লাহ (সাঃ) এর জবানে আল্লাহর বাণী সকল প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহর জন্য সমর্পিত। উৎপীড়ক ও সীমালংঘনকারীগণ ছাড়া আর কেউ আল্লাহর ক্রোধানলে নিপতিত হয় না। সাইয়্যেদুল মোরসালীন ও ইমামুল মোত্তাক্বীন হযরত মুহাম্মাদ মোস্তফা (সাঃ) এর প্রতি সালাম জ্ঞাপন করছি। আরো জ্ঞাপন করছি, তাঁর পরিবারবর্গ ও সাহাবায়ে কেরামের প্রতি। হাদীসে কুদ্‌সী কি? ইসলামী শরীয়তের চার উৎস মূলের অন্যতম হচ্ছে, ‘আল হাদীস’ পবিত্র আল কুরআনের পরেই যার স্থান। হাদীস হচ্ছে - প্রিয় নবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ)- এর মুখনিঃসৃত নিজস্ব বাণী ও কর্ম এবং রাসূল (সাঃ) কর্তৃক সাহাবায়ে কেরাম(রাঃ) গনের বক্তব্য ও কর্মের অনুমোদন। রাসূলুল্লাহ (সাঃ)-এর কথা, কাজ ও অনুমোদনের বিপরিত নয়, সাহাবায়ে কেরামের এমন সব কথা, কাজ ও অনুমোদন হাদীসের মধ্যে গণ্য। হাদীসসমূহের মধ্যে এমন কতগুলো হাদীস রয়েছে যেগুলো আল্লাহর নবী (সাঃ) নিজ জবানে বর্ণনা করলেও তা মহান আল্লাহ তায়া’লার নামে বিবৃত হয়েছে। যেমন - ‘আল্লাহ তায়া’লা বলেছেন’ কিংবা ‘মহান আল্লাহ তায়া’লা বলেন’ এভাবে উল্লেখ হয়েছে। হাদীস শাস্ত্র বিশারদ - মুহাদ্দিসদের কাছে এগুলো ‘হাদীসে কুদসী’ নামে পরিচিত। কুদ্‌স শব্দের অর্থ হচ্ছে - পবিত্র (দোষ-ক্রটি থেকে)। যা আল্লাহ তায়া’লার গুনবাচক নামসমূহের একটি নাম। যেহেতু এ হাদীসগুলো সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত তাই এগুলোকে ‘হাদীসে কুদ্‌সী’ নামে নামকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) যখন এ হাদীসগুলো ব্যক্ত করতেন, তখন তা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করতেন। যেমন - আল্লাহ তায়া’লা বলেছেন বা বলেন, আবার কখনও বা বলতেন, ‘জিবরাঈ’লকে আল্লাহ তায়া’লা বলেছেন, কিংবা ‘জিবরাঈ’ল (আঃ) আমাকে বলেছেন। মোট কথা যেসব হাদীসের মর্ম রাসূলুল্লাহ (সাঃ) আল্লাহর পক্ষ থেকে ‘ইলহাম’ কিংবা জিবরাঈ’ল (আঃ) এর মাধ্যমে জ্ঞাত হয়ে নিজ ভাষায় প্রকাশ করেছেন, তাই ‘হাদীসে কুদ্‌সী’ হিসেবে সুপরিচিত। প্রাথমিক যুগের মুহাদ্দিসগণের মতে - ‘হাদীসে কুদসী’র সংখ্যা একশ’য়ের কিছু বেশি। কিন্তু পরবর্তী কালের মুহাদ্দিসগণ প্রায় সহস্র হাদীসকে ‘হাদীসে কুদসী’ হিসাবে গণ্য করেছেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতুল আ’ল্লামা মুহাম্মদ মাদানী (রহঃ)- এর বিখ্যাত ‘হাদীসে কুদসী ’ সংকলন গ্রন্থ ‘আল ইতফা-ফা-তুস্‌ সুন্নিয়্যাতু ফিল আহা-দীসিল কুদসিয়্যাহ’ থেকে সুনির্বাচিত প্রায় তিনশত ‘হাদীসে কুদসী’ এর বঙ্গানুবাদসহ বিষয় ভিত্তিক রূপে উপস্থাপন করা হল। http://www.ourholyquran.com/index.php?option=com_content&view=article&id=287:hadithe-kudshi&catid=49:hadithe-kudshi&Itemid=258
  9. Asalamu'alaikum ১) সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৭ بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। الرَّحْمـنِ الرَّحِيمِ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। مَـالِكِ يَوْمِ الدِّينِ যিনি বিচার দিনের মালিক। إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ আমাদেরকে সরল পথ দেখাও, صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। http://www.ourholyquran.com/index.php?o ... &Itemid=83
  10. Asalamu'alaikum One who keeps his secrets controls his affairs." (Sayyidna Umar, Radi-Allahu anhu)
  11. Asalamu'alaikum Shaving the beard is a disobedience to Allah (T). The ruler of Yemen, appointed by the Persian emperor Kisraa, sent two envoys to the Messenger (S) to summon him. When they came into his presence, he noticed that they had shaved their beards and grew their moustaches. He hated to look at them (because of their odd appearance) and he said: Woe be to you, who told you to do so? They replied: "Our lord! (referring to Kisraa.)" The Messenger (S) then said: But my Lord, may He be exalted and glorified, has commanded me to leave alone my beard and to trim my moustache. [Recorded by Ibn Jar r a-abar , and judged to be Hasan (good) by al-Albani.] ** Muslim women should encourage father , husband , brothers , nephews to follow this Wajib. হাজীদের মুখে দাড়ি নেই , এটা আগে চিন্তাও করা যেত না । অথচ আজ আমাদের আধুনিক মুসলমান ভাইরা হজ্জ থেকে ফিরতে না ফিরতেই দাড়ি কাটতে ছুরিতে শান দেন ( রেজার হাতে নেন ) । যারা হজ্জে যান নি , সেই বালেগ মুসলমান পুরুষের জন্যও দাড়ি রাখা ওয়াজিব । অথচ নির্বিকারভাবে লাখ লাখ বা কোটি কোটি তরুণ – যুবক – এমন কী বৃদ্ধ মুসলমানও রোজ দাড়ি কাটেন । এর কারণ কী ? পশ্চিমা গণমাধ্যমের কল্যাণে আধুনিক পুরুষের পরিচয় বা প্রতীক হয়ে দাড়িয়েছে দাড়িবিহীন মুখ । দাড়ি রাখলে সে হয় যায় মৌলবাদি , সন্ত্রাসী মুসলমান । নাটকে , সিনেমায় বা গল্পের বইতে কোন মুসলমান পুরুষ সন্ত্রাস করছে অথচ তার মুখে দাড়ি নেই , এমনটা সাধারণত দেখা যায় না । যে যত পরিস্কারভাবে , সুন্দরভাবে দাড়ি কাটতে পারবে , যার মুখ থাকবে ঝককঝকে তকতকে , মনে করা হয় সেই হচ্ছে আধুনিক পুরুষ । সুন্দরী রমণীরা তার কাছে ছুটে আসবে , তার পাশে ঘনিষ্ঠ হয়ে দাড়িয়ে ভূবন ভুলানো হাসি হাসবে , সুন্দরী নারীকে খুশী করতে পেরে পুরুষটির জীবনও ধন্য হয় । বিভিন্ন শেভিং ক্রীম ও আফটার শেভ লোশনে আমরা এমনটাই দেখি । অথচ দাড়ি কাটতে গিয়ে তারা যে আল্লাহর রাসূলের পথ থেকে সরে যাচ্ছেন , শেষ নবীর আদেশ অমান্য করছেন , সেটা নিয়ে তাদের কোন চিন্তা নেই । নবীর আদর্শের বিপরীতে যাওয়ার পাশাপাশি রোজ সকালে কত সময় , পরিশ্রম , টাকা খরচ হচ্ছে রেজার , ক্রীম আর লোশনের পিছনে । এই সময় , শক্তি আর টাকা আরো কত ভাল কাজে ব্যবহার করা যেত । ইয়েমেনের রাজার পক্ষ থেকে দুইজন দূত একবার রাসূল صلى الله عليه وسلم এর কাছে আসে । তাদের মুখে দাড়ি ছিল না আর গোঁফ ছিল লম্বা । বিরক্ত হয়ে রাসূল মুখ ফিরিয়ে নিয়ে বললেন , এমন করতে কে তোমাদেরকে বলেছে ? তারা উত্তর দিল , আমাদের প্রভু অর্থাৎ রাজা । হজরম মুহাম্মাদ صلى الله عليه وسلم তাদেরকে জানিয়ে দিলেন , আর আমার প্রভু অর্থাৎ আল্লাহতালা আমাকে আদেশ দিয়েছেন দাড়ি রাখতে আর গোঁফ ছাঁটতে । হে দাড়ি ও গোঁফবিহীন মুসলমান পুরুষরা ; ভেবে দেখুন , যদি রাসুল এর সাথে কিয়ামতের দিন আপনার মুখোমুখি দেখা হয় আর বিরক্ত হয়ে আল্লাহর রাসুল আপনার থেকে মুখ ফিরিয়ে নেন , তাহলে সেটা কি আপনার জন্য খুব নিরাপদ হবে ? ইউরোপ – আমেরিকায় যারা থাকেন , তারা না হয় যুক্তি দেখাতে পারেন যে দাড়ি রাখলে তাদের নানা সমস্যা হয় , মুসলিম প্রধান দেশগুলির পুরুষদের যুক্তি কী ? পরিবারের পুরুষ সদস্যরা যেন এই ওয়াজিব পালনে আগ্রহী হোন , সেজন্য নারীদেরকে এগিয়ে আসতে হবে । আসুন আমরা যে যার পিতা , ভাই , স্বামী , ভাগ্নে – ভাতিজাকে উৎসাহ দেই দাড়ি রাখার জন্য । দাড়ি রাখলে মানুষ হাসবে , মৌলবাদি বলবে , অজ্ঞ মানুষদের এই উপহাসের ভয় আপনাকে যেন ওযাজিব পালনে বিরত না রাখে , আমীন । সহায়ক সূত্র : ইন্টারনেট
  12. Asalamu'alaikum The Prophet (sal Allaahu Alaiyhi wa sallam) said:* "Lose no time to do good deeds before you are caught up by one of seven calamities awaiting you: a starvation which may impair your wisdom; a prosperity which may mislead you; an ailment which may damage your health; an old age which may harm your senses; a sudden death; the Dajjal; or Doomsday, which is indeed the hardest and most bitter." *[at-Tirmidhi]*
  13. Asalamu'alaikum সালাম ফোরামে কুরআনের বাংলা অনুবাদ ও হাদীস নিয়মিত পোস্ট করতে চাই । আপনার যদি ভাল কোন সাইটের কথা জানা থাকে , তাহলে অনুগ্রহ করে এখানে লিংক দিন । যাজাক আল্লাহ খায়ের । অনলাইনে কিছু লিংক পেলাম । এখন পড়ে দেখতে হবে কোন অনুবাদ ভাল হয়েছে । http://banglakoran.blogspot.com http://www.somewhereinblog.net/blog/Dig ... g/28765029 http://quraanshareef.org/
  14. Asalamu'alaikum for those who cant' read bangla :( Earth 'to get second sun' as supernova turns night into day By David Gardner Last updated at 5:53 PM on 22nd January 2011 The Earth could soon have a second sun, at least for a week or two. The cosmic phenomenon will happen when one of the brightest stars in the night sky explodes into a supernova. And, according to a report yesterday, the most stunning light show in the planet’s history could happen as soon as this year Read more: http://www.dailymail.co.uk/sciencetech/ ... z1C35nxp57
  15. Asalamu'alaikum বাংলাদেশ থেকে দেখা যাবে ?
  16. Asalamu'alaikum The more we learn, the more we realize how less we know (Imam as-Shafi'i)
  17. Asalamu'alaikum wow , very nice . Who said it ?
  18. Asalamu'alaikum Ibn Al Qayyim says: "Wasting time is worse than death because death seperates you from this world whereas wasting time seperates you from Allah".
  19. Asalamu'alaikum Imam ibn Taymiyyah rahimahullah said: Anyone whose heart is attached to the creation, hoping for someone from the creation to help him or provide for him or guide him, then his heart submits to them and to the degree that his heart submits to them, he becomes their slave. The noblest branches of knowledge are those that bring you close to the Creator and help you to be pleasing to Him. ~Imam Ibn Hazm courtesy of Al Asr group
  20. Asalamu'alaikum Donate your old clothes to the poor. They are suffering in the cold wave :sorry: বাংলাদেশে প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে মানুষ । অনেকেরই গরম কাপড় নেই , রাতে গায়ে দেয়ার লেপ নেই । আমাদের সবার এত টাকা নেই যে সব গরীবকে সাহায্য করবো বা তাদেরকে নতুন কাপড় কিনে দেব । তাই আসুন , আলমারী খুলে দেখি পুরানো কাপড় কোথায় কি জমে আছে । পুরানো সয়েটার , শাল , শার্ট , ফুল প্যান্ট , সেলোয়ার – কামিজ , মোজা - যা হয়তো কয়েকবার পরে ফেলে রেখেছি অনেক দিন ধরে – আসুন , ওগুলো বের করে কাউকে দেই । বাসার কাজের লোককে দিয়ে দান করা শুরু করুন । তার বাড়িতে কার কার কাপড় নেই , খোঁজ করুন । যদি একই এলাকার হয় , তবে পুরানো কিছু কাপড় বুয়ার বাচ্চা , আম্মা – আব্বা , ভাই- বোনের জন্য দিন । যদি তারা অন্য এলাকায় থাকে , তবে যাকাতের কিছু টাকা তাদের জন্য বরাদ্দ করুন তবে মনে রাখবেন বেতন হিসাবে যাকাতের টাকা কাজের লোককে দিতে পারবেন না । এখন মোবাইলে টাকা ভরে দেয়া খুব সহজ । সামর্থ্য অনুযায়ী বুয়াকে বলুন , তার বাড়ির কেউ যেন প্রতিবেশী বা বন্ধুর কাছ থেকে পাঁচশত বা হাজার টাকা ধার নেয় । আপনি কোন দোকান থেকে যে ধার দিয়েছে , তার মোবাইলে টাকা ভরে দিন । এভাবে আজই আপনি যে কোন দরিদ্র অন্তত একটি পরিবারের সদস্যদের শীতের কষ্ট কমিয়ে দিন । আল্লাহ আমাদের ভাল কাজ করার সামর্থ্য বাড়িয়ে দিন , আমীন ।
  21. Asalamu'alaikum :sister: well said :veryhappy:
  22. Asalamu'alaikum Long queues in Bangladesh for World Cup tickets By Shafiq Alam (AFP) – DHAKA — Armed police in Bangladesh on Monday monitored long queues of frustrated cricket fans who have spent two days sleeping in the cold waiting to buy World Cup tickets. Clashes as fans queue for World Cup tickets By Shafiq Alam (AFP) – DHAKA — Cricket fans clashed with police in Dhaka, the capital of Bangladesh, on Sunday as crowds jostled to buy the first tickets put on sale for the World Cup. [ MW : uh , if we had patience & eagerness to please Allah and do 1/100 of what Cricket crazy fand did in the streets of BD , surely our eternal life will be guranteed in Paradise ] বিশ্বকাপ ক্রিকেটের টিকেট কেনার জন্য ব্যাংগুলির সামনে আগের রাত থেকে মানুষের লম্বা লাইন , না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা , না খেয়ে –না শুয়ে অনেকে তিনদিন পর্যন্ত লাইনে থেকে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছে । :ohmy: এদেশের নারীরাই বা পিছিয়ে থাকবেন কেন ? কাগজে দেখলাম তারাও পুরুষদের সাথে পাল্লা দিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করেছেন । ক্রিকেটপ্রেমী এই নারী-পুরুষদের মধ্যে যারা মুসলমান , তারা এই তিনদিন কিভাবে নামাজ পড়েছেন , জানি না । :unsure: টিকেট পাওয়ার জন্য মানুষ এত পাগলামি , এত কষ্ট কিভাবে করে আমি বুঝতে পারি না । এত কষ্টের একশ ভাগের এক ভাগ যদি কেউ আল্লাহর জন্য করে , তবে তো অনন্তকালের সুখের জীবন লাভ করা যেত । মনে হলো এই ধৈর্য , এত কষ্ট সহ্য করার শক্তি যদি আমার থাকতো , তবে কত ভাল হতো । তাহলে আরবী শেখা , শুদ্ধ করে কুরআন তেলাওয়াত আর বেশী বেশী করে নফল ইবাদত করে পরকালের ব্যপারে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারতাম । আমদের শক্তি , আমাদের ধৈর্য ও জ্ঞানকে আমরা যেন আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পারি , সে সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন , আমীন ।
  23. Asalamu'alaikum Why Muslims don't get married at mosque ? :unsure: হজরত মুহাম্মদ صلى الله عليه وسلم বলেছেন , যে বিয়েতে খরচ কম , তাতে বরকত বাড়ে অর্থাৎ সেটা তত বেশী কল্যাণকর । অথচ আজ মুসলমানরা আল্লাহর রাসুল صلى الله عليه وسلم এর শিক্ষা থেকে কতই না দূরে । এখন প্রথমে হয় মেয়ের পান-চিনি অনুষ্ঠান বা এনগেজমেন্ট , তারপর ছেলেরটা , তারপর কখনো হয় মেয়ের হাতে মেহেদী পরানো , এরপর মেয়ে ও ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান । এরপর বিয়ে ও বৌ-ভাত অনুষ্ঠান । সাধারণত পান-চিনি অনুষ্ঠান হয় বাসায় , তাছাড়া আর সবই হয় কমিউনিটি সেন্টারগুলিতে । বিশেষ করে বিয়ে ও বৌ-ভাত হোটেল শেরাটন , সোনার গাঁ ও সেনাকুজ্ঞতে করাটা সামাজিক মর্যাদার প্রতীক হয়ে উঠেছে । এসব অনুষ্ঠানের আয়োজন করতে , মেয়ের গয়না ও দেনমোহর , ছেলে ও মেয়ের উভয় পরিবারের সদস্যদের নতুন কাপড় উপহার দেয়া , বিউটি পারলারে বৌকে সাজানো , ফুল দিয়ে বিয়ের গাড়ি সাজানো , লাইট ভাড়া করে কমপক্ষে চারদিনের জন্য বাড়ি সাজানো , কোন ব্যান্ড দলকে দিয়ে গান গাওয়ানো , ভিডিও করা , একাধিক পদ দিয়ে অতিথি ও ড্রাইভারদের আপ্যায়ন , ছেলেকে যৌতুক দেয়া - এসবের পিছনে খরচ হয় লাখ লাখ টাকা । এত ধুমধামের বিয়ের পর মাস না যেতেই দেখা যায় স্বামী – স্ত্রীর ঝগড়া বা বৌ – শাশুড়ির ঝগড়া । এরপর রাগ করে বৌয়ের বাপের বাড়ি যাওয়া ও যৌতুক আইনে শ্বশুরবাড়ির সবার নামে মামলা করা । তারপর মাসের পর মাস দুই পক্ষের সদস্যদের উকিল আর আদালত পাড়ায় দৌড়াদৌড়ি , এরপর কখনো মীমাংসা কখনো বা তালাকের মধ্যে দিয়ে কোটি টাকার বিয়ের সমাপ্তি ঘটে । ভুক্তভোগীদের অবস্থা হয় নেড়া বেলতলায় একবাই যায় – এর মত । অনেকেই বিয়ের মত পবিত্র সম্পর্কের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বাকী জীবন একাকী থাকে , কেউ বা পরকীয়ার মত পাপের জড়িয়ে পড়ে কিন্ত্ত ভয়ে আর বিয়ের নাম মুখেও আনে না । খরচের ভয়ে অনেক তরুণ –যুবকই বিয়ে করতে পারছে না ; কেউ বা লম্বা , ফর্সা , সুন্দরী ও ধনী পাত্রী না পেয়ে অবিবাহিতই থেকে যাচ্ছে । এখন তাই বাংলাদেশের প্রায় প্রতিটি ঘর অবিবাহিত নারী – পুরুষে ভরে যাচ্ছে । মেয়েদের বয়স ত্রিশ বা তার বেশী হয়ে যাচ্ছে অথচ আজো সে অবিবাহিতা । এটা যে একটি পরিবারে কী পরিমাণ অশান্তির কারণ হয় , তা ব্যাখ্যা করার দরকার নেই । অবিবাহিত পুরুষরাও দেখা যায় নানা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে । খ্রীষ্টানরা গীর্জায় বিয়ে করে , মুসলমানরা কেন মসজিদে বিয়ে করে না - এটা নিয়ে ভাবার সময় হয়েছে । পাত্র - পাত্রী নির্বাচনের সময় গায়ের রং ফর্সা কি না বা ঢাকায় তাদের নিজেদের বাসা আছে কি না , এ সব দেখা বন্ধ করে রাসূলের উপদেশত দ্বীনদার পাত্র – পাত্রীকে গূরুত্ব দিতে হবে । পান –চিনি , গায়ে হলুদ এসব অনুষ্ঠান বাদ দিতে হবে , হোটেল বা কমিউনিটি সেন্টারে হিন্দি গান বাজিয়ে সিনেমার নায়ক – নায়িকাদের নকল করে মুসলমান নারী – পুরুষের একসাথে নাচ – গান করা ও অশালীন হৈ- হুল্লোড়ের বদলে মসজিদে ধর্মীয় পবিত্রতা বজায় রেখে অনাড়ম্বরভাবে বিয়ে অনুষ্টানের আয়োজন করা এখন সময়ের দাবী ।
  24. Asalamu'alaikum thanks sis , It reminds me that I did not eat that fruit for a long time , InshaAllah will search for it :P
×
×
  • Create New...